Blog

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয় এর মঞ্চ দেখে একটু অবাক হবারই কথা সকলের ।

মঞ্চ সেজেছিল পর্যায়সারণী,জোয়ার ভাটা, উদ্ভিদকোষ প্রাণীকোষ প্রবৃত্তির মডেলে। মঞ্চে ছিল বিজ্ঞান বিষয়ের বিভিন্ন যন্ত্রপাতি যেমন দর্পণ ,মাইক্রোস্কোপ ,নিউটনের বর্ণচাশত, প্রিজম প্রভৃতি। মাইক্রোস্কোপ চোখে যখন একদল ছাত্রছাত্রী মানব রক্তের নমুনা দেখতে ব্যস্ত তখন অন্যদিকে আরেকদল ছাত্রছাত্রী লেন্স,দর্পণ,মটর প্রবৃত্তি নিয়ে আলাপ আলোচনায়রত। ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমনের আজকের দিনে ১৯২৮ সালে রোমানের প্রভাব আবিষ্কার হয়েছিল। ১৯৮৭ সাল থেকে মহান ভারতীয় পদার্থবিদ স্যারকে সম্মান জানাতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। সেই উপলক্ষে বিজ্ঞান বিষয়ক শিক্ষক অপূর্ব চ্যাটার্জি ,মোজাম্মেল হক ,সুখময় মিশ্র বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই আয়োজন করেছিল। প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে আজকের দিনটির তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন কবিতা প্রবৃত্তি পাঠ করে । শিক্ষক অপূর্ব চ্যাটার্জি সকল ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক একটি কুইজ পরিচালনা করেন। বিদ্যালয়ের তরফ থেকে কুইজে সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রী পদার্থবিদ ভেঙ্কট রমনের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x